প্রকাশিত: Wed, Mar 29, 2023 3:49 AM
আপডেট: Mon, Jan 26, 2026 10:34 PM

বিএনপিকে আলোচনায় ডাকার ব্যাপারে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই: সিইসি

এম এম লিংকন: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, অনেকে বলতে চেয়েছে এটা সরকারের একটি কূটকৌশল। কিন্তু এ আমন্ত্রণে ইসিরও কোনো কুটকৌশল ছিল না, কোনো চাপও ছিল না চিঠি দেওয়ার। মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি আপনাদের মাধ্যম পুরো জাতিকে অবহিত করতে চাই, আশ্বস্ত করতে চাই- এ পত্রের সঙ্গে সরকারের কোনো সংস্রব নেই। যদি কেউ এটাকে কূটকৈৗশল হিসেবে মনে করতেও চান- তাহলেও বলবো; এটা নির্বাচন কমিশনের কূটকৌশল হতে পারে; সরকারের নয়। আর নির্বাচন কমিশন কখনও কূটকৌশল হিসেবে এ কাজটি করেনি। তিনি বলেন, আমরা কিন্তু সংলাপে আহ্বান করিনি। সংলাপ বিষয়টি আনুষ্ঠানিক। আমরা কোনো কোনোভাবেই উনাদের সংলাপে ডাকিনি। আমরা সুস্পষ্টভাবে বলেছি- আনুষ্ঠানিক না হলেও, আনুষ্ঠানিক মানে সংলাপ; অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন। অত্যন্ত বিনীতিভাবে এ আহ্বানটা করেছি। সিইসি বলেন, দুটো কথা বলবো। একটি চিঠি দিয়েছিলাম বৃহস্পতিবার শেষ বেলায়। আমার মনে হয়, চিঠিটা উনারা পেয়েছেন। আমার কাছে কোনো জবাব আসেনি। ধরে নিচ্ছি উনারা পেয়েছেন। কূটকৌশল নয়, আলোচনাই করতে চাই।

সিইসি জানান, ইসি একেবারেই প্রথম থেকে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং কার্যকর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করে আসছে। ইসি মনে করে, গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, দলীয় গণতন্ত্রের স্বার্থে দলগুলোর নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব